BRAKING NEWS

দেশদ্রোহীদের বিরুদ্ধে চার্জশিটের দাবিতে আন্দোলনে এবিভিপি

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : ছাত্র-রাজনীতির জেরে এখন উত্তপ্ত রাজধানী দিল্লি| একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলো| গতকালই আইসা সদস্যদের উপর আঘাত হানা এবং দিল্লি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলার অভিযোগে দুই সদস্যকে সাসপেন্ড করেছে এবিভিপি| এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে এবিভিপি সদস্যরা বিক্ষোভে নেমে পড়েন| জানা গিয়েছে, গতবছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল| তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং চার্জশিট দাখিলের দাবিতে এদিন আন্দোলনে মাঠে নামেন এবিভিপি সমর্থকরা|
প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল উমর খালিদসহ বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে| এর পাশাপাশি এই ছাত্র-ছাত্রীরা আফজল গুরুর ফাঁসির বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন| আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়| এই ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *