চণ্ডীগড়, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের পাঞ্জাব ও হরিয়ানার দুই রাজ্যের রাজধানী চন্ডীগড়ের ফিরোজপুরের ভারত-পাক সীমান্ত অবৈধভাবে পার করায় দায়ে ৩০ বছরের এক যুবককে গ্রেফতার করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| পুলিশ জানিয়েছে, পাকিস্তানের বাসিন্দা এক মহিলা বন্ধুর সঙ্গে দেখা করতে সীমান্ত পার হচ্ছিলেন তিনি| ওই যুবকের নাম সিকন্দর খান| বাড়ি চণ্ডীগড়ের সেক্টর ৪৯-এ| পুলিশ আরও জানিয়েছে, ফিরোজপুর সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করার সময় সন্দেহজনকভাবে তাকে সীমান্তের কাছে ঘোরাফেরা করতে দেখে গ্রেফতার করে বিএসএফ| পুলিশ জানিয়েছে, স্যোসাল মিডিয়া ফেসৱুকে সিকন্দরের আলাপ হয় লাহোরের একটি মেয়ের সঙ্গে| স্যোসাল মিডিয়ায় তাদের ঘনিষ্ঠতাও বাড়ে| এরপরই তাঁর সঙ্গে দেখা করতে পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নেন সিকান্দর| পুলিশ তাঁকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে|
2017-02-27