BRAKING NEWS

শ্মশান খুলে রেখেছেন আপনারা, অ্যাপোলো কর্তৃপক্ষকে ধমক মদন মিত্রর

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হাসপাতাল নয়, শ্মশান খুলে রেখেছেন আপনারা| ফোনে অ্যাপোলো কর্তৃপক্ষকে ‘ধমক’ দিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| শুক্রবার সংবাদ মাধ্যমের সামনেই অ্যাপোলো কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন মদন মিত্র| ফোনে মদন মিত্র বলেছেন, ‘হাসপাতাল চালানোর নামে শ্মশান খুলে রেখেছেন আপনারা| আপনাদের সিইও বারবার হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেন| ওনাকে বলুন, শ্মশান খুলে রাখার থেকে অন্য কোথাও চলে যান আপনারা| এর থেকে আমাদের কেওড়াতলা শ্মশান ভাল|’
চলতি মাসের ১৬ তারিখ হাওড়ার বাল্টিকুরিতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায় (৩০) নামে এক যুবক| গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে| অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বিল মেটাতে না পারায় ওই রোগীর পরিবারের থেকে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আটকে রেখে তবে যুবককে ছাড়ে হাসপাতাল| ফলে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে দেরি হয় যায় বলে অভিযোগ| শুক্রবার ভোররাতেই ওই যুবকের মৃতু্য হয়| ঘটনার পরেই এসএসকেএম হাসপাতালে মৃত যুবকের পরিবারের ক্ষোভ বাড়তে থাকে| ঘটনাস্থলে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| ফোনে অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে ‘ধমক’ দেন মদন মিত্র| কিছুক্ষণের মধ্যেই অ্যাপোলো হাসপাতালের সিইও মদন মিত্রকে ফোন করে জানান, ওই রোগীর পরিবারকে গোটা টাকাটাই ফেরত দেওয়া হবে| সিইও-র এই আশ্বাসের প্রেক্ষিতে মদন বলেছেন, ‘টাকা ফেরত দিলেই পাপ ধুয়ে ফেলা যায় না|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *