নয়াদিল্লি ও কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সকালে টুইট করে শিবরাত্রির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘মহা শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই|’ শিবরাত্রির দিনই কোয়েম্বাটোরে আদি যোগী ভগবান শিবের একটি ১১২ ফুট লম্বা মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর পাশাপাশি শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে শুভেচ্ছা বার্তায় মমতা জানিয়েছেন, ‘মহা শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা| শান্তিতে ভাল থাকুন|’
হিন্দু ধর্মানুসারে ভগবান শিবই হলেন প্রথম যোগী পুরুষ| প্রতি বছর বসন্তের বিশেষ তিথিতে শিবরাত্রি পালন করা হয়|
2017-02-24