করাচি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): করাচির গ্রামীণ এলাকা মাঙ্ঘোপিরে পাক নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| এসএসপি (পশ্চিম) নাসির আফতাব জানিয়েছেন, মাঙ্ঘোপির এলাকায় অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন আইএস জঙ্গিরা| নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় দুই জঙ্গি| বাকি জঙ্গিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়| এই ঘটনায় একজন পুলিশ কর্মী জখম হয়েছেন|
এসএসপি (পশ্চিম) নাসির আফতাব জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ল্যাপটপ| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গির নাম হল, সাফিউল্লাহ এবং হানিফ|
2017-02-24