নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ উদয়পুর – গর্জি রেল লাইনের ৯২ কিলোমিটার এলাকায় রেল লাইন বসানোর কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজের অগ্রগতিও সন্তোষ জনক৷ এন এফ রেলওয়ে সূত্রে জানানো হয়েছে এই রুটে চলতি বছরের মার্চ মাসে সি আর এস কর্তৃক পর্যবেক্ষণ হবার পর রেল চলাচলের অনুমোদন পাওয়া গেলে এই লাইনে রেল চলাচল শুরু হবে, আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রীতা কর মজুমদার এবং বিধায়ক সমীরণ মালাকারের আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাবে পরিবহণ মন্ত্রী মানিক দে এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, এন এফ রেলওয়ের আগরতলা অফিস সূত্রে জানানো হয়েছে যে, আগরতলা সাব্রুম (১১৪কিমি) পর্যন্ত প্রকল্পটিকে চারটি পর্যায়ে বিভক্ত করে রেললাইন স্থাপনের কাজ চলছে৷ প্রথম পর্যায়ে আগরতলা – উদয়পুর লাইনে (৪৪কিমি) ট্রেন চলাচল ইতোমধ্যেই শুরু হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে উদয়পুর গর্জি এলাকাকে রাখা হয়েছে৷ তৃতীয় পর্যায়ে গর্জি থেকে বিলোনীয়া পর্যন্ত ২৩৩ কিলোমিটার পর্যন্ত রেললাইনের কাজ ২০১৭-১৮ সালে শুরু করা যাবে বলে এন এফ রেলের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে৷ পরিবহণ মন্ত্রী শ্রী দে জানান, বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত ৩৭২৮ কিলোমিটার রেললাইনে ৫০ শতাংশের মত কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজের অগ্রগতিও সন্তোষ জনক৷ এই রুটে যাত্রী পরিষেবার কাজ ২০১৯-২০ সালে শুরু হবে বলে আশা করা হচ্ছে৷
2017-02-22