BRAKING NEWS

পূর্ব চিন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে জাপানের পাশে দাঁড়াল আমেরিকা

ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিতর্কিত চিন সাগর নিয়ে ফের সংঘাতের রাস্তায় চিন ও আমেরিকা| এরই মাঝে পূর্ব চিন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে জাপানের পাশে দাঁড়াল আমেরিকা| আর এভাবে জাপানকে সমর্থন করায় চরম উদ্বেগ প্রকাশ করেছে চিন| সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে এক বৈঠক হয়| চিনকে চাপে রাখতে পূর্ব চিন সাগরের দ্বীপপুঞ্জ ইসু্যতে জাপানের পাশে দাঁড়ায় আমেরিকা|
বৈঠকে শেষে যৌথ সম্মেলনে দাবি করা হয়েছে, বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের বিষয়টি মার্কিন-জাপান নিরাপত্তা চুক্তির এক্তিয়ারের মধ্যেই পড়ে| এই বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ জাপানে সেনকাকু এবং চিনের দিয়াইউ নামে পরিচিত| এটা চিনা উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত| এই বক্তব্যে চিনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গভীর উদ্বেগ প্রকাশ করেন| পাশাপাশি এই বক্তব্যের কঠোর বিরোধিতাও করে তিনি বলেন, এই দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই চিনা ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে| কে কি বললেন বা করলেন তার ওপর ভিত্তি করে দিয়াইউ দ্বীপপুঞ্জ যে চিনা ভূখণ্ড, সে সত্য বদলে যাবে না বলেও তিনি দাবি করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *