নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ প্রতিবেশীর সাথে বিবাদের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়ার দত্তপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে৷ সংবাদে প্রকাশ ঐ এলাকার বাসিন্দা সমীর লোধকে প্রতিবেশী মহিলা তুলষী রাণী পাল সহ অন্যান্যরা বেধরক মারধর করেছে৷ বাড়িতে হামলা চালিয়েছে৷ লুঠ করে নিয়ে গিয়েছে নগদ ১৫ হাজার টাকাও৷ হামলা চালিয়েই থেমে থাকেনি তারা শাসক দলের স্থানীয় নেতাদের ঘটনাস্থলে ডেকে এনে পুলিশ তলব করে আক্রান্ত ব্যক্তিকে পুলিশে দিয়ে দেওয়া হয়৷
এদিকে, আক্রান্ত ব্যক্তি সমীর লোধ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি ঐ এলাকায় বসবাস করছেন৷ তিনি কোন রাজনৈতিক দলের কর্মসূচীতে যান না৷ শ্রমিক পরিবারের এই সমীর দাসের সাথে প্রতিবেশী তুলষী রাণী পাল বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই ঝামেলা করেন৷ বকাবকিও হয় দুই পরিবারের মধ্যে৷ এই বকাবকিকে কেন্দ্র করে শনিবার দুপুরে তুলষী রাণী পাল, হরেন্দ্র রুদ্রপাল, টুটন পাল, মন্টু ভৌমিক এবং মন্টা সাহা সংঘবদ্ধ ভাবে সমীর পালের বাড়িতে যায় এবং তাকে বেধরক মারধর করে৷ পরে ঘটনাস্থলে যায় সিপিএমের স্থানীয় নেতারা৷ তারা গিয়ে পুলিশকে তলব করেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত সমীর লোধের কোন কথা না শুনেই তাকে মারতে মারতে কলেজটিলা ফাঁড়িতে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা পূর্ব থানায়৷ থানায় নিয়ে গেলে তিনি অসুস্থতা বোধ করেন৷ তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চার চারটা নাগাদ সমীর লোধকে আড়ালিয়া এলাকায় তার মেয়ের বাড়িতে রেখে দিয়ে চলে যায় পুলিশ৷
অন্যদিকে, অভিযুক্ত তুলষী রাণী পাল জানিয়েছেন, সমীর লোধ বিভিন্ন ধরনের নেশায় বঁুদ হয়ে থাকেন৷ বাড়িতে এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ করে৷ তার উশৃঙ্খল আচরণে অতিষ্ট হয়ে উঠেছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ৷ এদিকে, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এই বলে যে, একজন আক্রান্ত ব্যক্তির কোন বক্তব্য না শুনে শাসক দলের নেতাদের কথা শুনে উল্টো মারধর করে থানায় নিয়ে গিয়েছে৷
2017-02-13

