BRAKING NEWS

দ্রুতগতিতে এগিয়ে যাবে ভারতের অর্থনীতি, পিছিয়ে পড়বে চিন-পাকিস্তান : মার্কিন রিপোর্ট

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ৫ বছরের মধ্যে দ্রুত বেড়ে চলা অর্থনীতিগুলির মধ্যে বিশ্বে প্রথম সারিতে উঠে আসবে ভারত | ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল সম্প্রতি গ্লোবাল ট্রেন্ডস নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্টে বলা হয়েছে, ভারত যেভাবে ক্রমাগত এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে, পাকিস্তান কখনওই তার সঙ্গে এঁটে উঠেতে পারবে না | প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ বছরে চিনের অর্থনীতিও বেশ কিছুটা পিছিয়ে পড়বে আর সেখানেই বাজিমাত করবে ভারত |
ওই রিপোর্টে জানানো হয়েছে, দ্রুতগতিতে এগিয়ে যাবে ভারতের অর্থনীতি | ভারতের সঙ্গে পাল্লা দিতে না পেরে, পাকিস্তান ওই সময় বিকল্প রাস্তা নেবে বলেও গ্লোবাল ট্রেন্ডস-এর ওই রিপোর্টে প্রকাশ করা হয়েছে | শুধু তাই নয়, ভারতের দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে না পেরে, পাকিস্তান অস্ত্র ভাণ্ডার বাড়াতে শুরু করবে আগামী ৫ বছরে | পাশপাশি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতেও পাকিস্তানের অভ্যন্তরীণ সুস্থিতি নষ্ট হবে | বিপুল পরিমাণ অর্থেরও ক্ষতি হবে পাকিস্তানের | ভারতের সঙ্গে পাল্লা না দিতে পেরে তখন প্রতিবেশী অন্য রাষ্ট্রগুলির কাছে পাকিস্তান যোগাযোগ বাড়াবে বলেও মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে |
তবে, দ্রুত বেড়ে চলা ভারতের অর্থনীতি যখন চিনকেও পিছনে ফেলে দেবে, তখন ধর্ম ও বিভেদের কারণে ভারতকে অনেক সময়ই দেশের অভ্যন্তরীণ অশান্তি নিয়ে বেগ পেতে হবে বলেও প্রকাশ করা হয়েছে আশঙ্কা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *