BRAKING NEWS

উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ, ভোট পড়ল ৬৩ শতাংশ

Election Stampলখনউ, ১১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে| এদিন প্রথম পর্যায়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩ শতাংশ বলে জানাল নির্বাচন কমিশন| এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে| প্রায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ১৫ জেলার ৭৩টি কেন্দ্রে| যদিও প্রতিটি এলাকা বিশেষ উত্তেজনা প্রবল বলেই চিহ্নিত করা হয়েছে| এদিন দু’কোটিরও বেশি ভোটার ৮৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন| ভোট হচ্ছে শামলি, মুজাফফরনগর, বাগপত, মিরাট, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, হাপুর, বুলন্দশহর, আলিগড়, মথুরা, হাতরাস, আগ্রা, ফিরোজাবাদ, এটাহ এবং কাসগঞ্জ|

উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে বরাবর বাড়তি উন্মাদনা রয়েছে রাজনৈতিক মহলে| তবে এবারের নির্বাচন একটু আলাদা, বিশেষ করে নোট বাতিলের পর এই প্রথম কোনও বড় নির্বাচনে পরীক্ষায় বসছে বিজেপি| অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি| বিধানসভা নির্বাচনে মায়াবতীর দল বিএসপিও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা|

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন আলিগড় ৬৫ শতাংশ, মুজাফরনগর ৬৫ শতাংশ, হাপুড় ৬৯.০৮ শতাংশ, মথুরা ৬৮.০৩ শতাংশ, মেরঠ ৬৫ শতাংশ, শামলি ৬২ শতাংশ, বুলান্দাশহর ৬৪ শতাংশ, আগ্রা ৬৪ শতাংশ, বাগপত ৬৭ শতাংশ, গাজিয়াবাদ ৫৮ শতাংশ, নয়দা ৬০ শতাংশ, কাসগঞ্জ ৬৫ শতাংশ, হাতরস ৬৬ শতাংশ, এটা ৬৮ শতাংশ, ফিরোজাবাদ জেলায় ৬৩.০৬ শতাংশ ভোট পড়েছে|

২০১৪ লোকসভা নির্বাচনে ৮০ টা কেন্দ্রের মধ্যে ৭১টি কেন্দ্রেই বিজেপির দখলে| সংখ্যাতত্ত্বের বিচারে ক্ষমতায় আসার বিপুল সম্ভাবনা রয়েছে বিজেপির| তবে লোকসভা নির্বাচনের পর দিল্লিসহ যে কটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি তেমনভাবে সুবিধা করতে পারেনি| এদিকে উত্তরপ্রদেশে গোষ্ঠীদ্বন্দ্বে অনেকটাই পিছিয়ে সমাজবাদী পার্টি| ক্ষমতা ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে অখিলেশ যাদবের দল| সব মিলিয়ে এবারের নির্বাচন বিশেষ গুত্বপূর্ণ| জানা গিয়েছে, বেলা চারটে পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে|

আজকের ভোটের হেভিওয়েট প্রার্থী হলেন, নয়ডা আসনে বিজেপি প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং| এছাড়া বিজেপির সঙ্গীত সোম, সুরেশ রানা, শ্রীকান্ত শর্মা, সপা-র অতুল প্রধান, সুশীল চৌধুরী, বসপা-র রবিকান্ত্র মিশ্রর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ| উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যুদ্ধ এবার ত্রিমুখী| লড়াই হবে বিজেপি, সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট এবং বহুজন সমাজ পার্টির মধ্যে| হিন্দুস্থান সমাচার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *