BRAKING NEWS

গত চারমাসে সৌদি আরব থেকে বিতারিত ৩৯ হাজার পাকিস্তানি

saudi-arabiaরিয়াদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত চারমাসে ৩৯ হাজার পাকিস্তানিকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব| এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভাঙারও অভিযোগ রয়েছে| মনে করা হচ্ছে, বহিষ্কৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন আই এসএর যোগাযোগ থাকতে পারে| আর শুধু যে সন্ত্রাসবাদী কার‌্যকলাপই নয়, অনেকে আবার মাদক পাচার, চুরি, ডাকাতি, শারীরিক নিগ্রহের মতো অপরাধের সঙ্গে যুক্ত বলেও মনে করছে সৌদি প্রসাশন|
সৌদি বিদেশমন্ত্রক সূত্রে খবর, এরপরে যেসব পাকিস্তানিকে সৌদি আরবে আসার অনুমতি দেওয়া হয়েছে তাদের পরিচয় ও গতিবিধি পুরোপুরি যাচাই করে তবেই দেশে ঢুকতে দেওয়া হবে| পাশাপাশি এবার থেকে কোনও পাকিস্তানিকে কাজে নিয়োগ করার তাকে আগে পুরোপুরি যাচাই করে নেওয়ার নির্দেশ জারি করা হবে|
সৌদির অভিবাসন কাউন্সিসের নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল্লা আল সাদউন বলেন, পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদে জর্জরিত| তবে দাপট কমলেও তালিবান পাকিস্তানের মাটিতে এখনও সক্রিয়| তাই আমাদেরও সতর্ক হতে হবে | সৌদি আরব প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে ৮২ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী কার‌্যকলাপে যুক্ত সন্দেহে গোয়েন্দাদের হেপাজতে রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *