ওয়াশিংটন, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি বজায় রাখতে দায়বদ্ধ আমেরিকা| প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে ফোন করে প্রতিরক্ষা সহযোগিতার গতি বজায় রাখার ব্যাপারে সহমত পোষণ করে একথা বলেন আমেরিকার নয় প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললেন ম্যাটিস |
এই কথপোকথন সম্পর্কে পেন্টাগনের প্রেস সচিব জেফ ডাভিস বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথমবার কথা বলতে গিয়ে ম্যাটিস প্রতিরক্ষা ক্ষেত্রে বিগত কয়েক বছরে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিপুল অগ্রগতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন| ম্যাটিস মার্কিন-ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্ব ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন|
2017-02-09