নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ আর জি এম জেলা হাসপাতাল ভগবাননগরে স্থানান্তরের প্রতিবাদে বুধবার পথ অবরোধ আন্দোলন সংগঠিত করল কৈলাসহর জেলা যুব কংগ্রেস৷ কৈলাসহর-ধর্মনগর সড়ক দুই ঘন্টা অবরুদ্ধ হওয়ার ফলে দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ যার ফলে বাধ্য হয়ে কৈলাসহর থানার পুলিশ অবরোধকারীদের আটক করে থানায় নিয়ে যায়৷ যদিও পরবর্তী সময় অবরোধকারী সত্তর জন কংগ্রেস কর্মীদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷
কৈলাসহর আর জি এম হাসপাতাল ভগবাননগরে স্থানান্তরের জন্য গত দুই বছর আগে পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ যদিও কংগ্রেস ও কৈলাসহরবাসীর আন্দোলনে তা স্থগিত হয়৷ ভগবাননগরে জেলা হাসপাতাল উদ্বোধনের সময়ে আর জি এম হাসপাতাল বেহাল থাকার জন্য কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছিল, তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে আরজিএম হাসপাতাল থেকে একটি সূচ কিংবা সিরিঞ্জও নেওয়া হবে না৷ এবং মহকুমা হাসপাতাল হিসেবে রয়ে যাবে৷ কিন্তু, কাল স্বাস্থ্য অধিকর্তার এখানে আসার কথা রয়েছে৷ তাই তড়িঘড়ি আরজিএম হাসপাতালের আসবাবপত্র গত দুইদিন ধরে রাতে গোপনে নিয়ে যাওয়া হচ্ছে ভগবাননগর জেলা হাসপাতালে৷ তাই এদিন আর জি এম হাসপাতলের সুপারের কাছে এই ব্যাপারে জানার জন্য কংগ্রেসের এক প্রতিনিধিদল যায়৷ দুপুর একটায় প্রতিনিধিরা যায়৷ গতকালই ডেপুটেশন সংক্রান্ত বিষয়টি আগাম জানানো হয়েছিল হাসপাতালের সুপারকে৷ কিন্তু এদিন কোন অফিসার এই হাসপাতলে ছিল না৷ অনেক সময় অপেক্ষা করার পর হাসপাতালের সামনে পথ অবরোধে সামিল হয়৷ তাদের দাবী জেলা কারাগার স্থানান্তরিত হওয়ার ফলে এই বিশাল জায়গা খালি হয়ে যাবে৷ যদি এই জায়গায় জেলা হাসপাতাল হয় তাহলে জেলা হাসপাতাল ও মহকুমা হাসপাতাল পাশাপাশি হয়ে যাবে৷ তাতে উপকার হবে কৈলাসহরবাসীর৷ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি যার ফলে আগামী ১৭ ফেব্রুয়ারী আইন অমান্য ও ১৮ ফেব্রুয়ারী কৈলাসহর বন্ধের ডাক দিয়েছে জেলা কংগ্রেস৷ আজ পথ অবরোধ আন্দোলনের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা বিকাশ শর্মা, কর্ণেন্দু চৌধুরী, যুব নেতা রণু মিয়া, নির্মল মালাকার প্রমুখরা৷
2017-02-09