নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি৷৷ পুলিশের সাহায্যে আইনী লড়াইয়ে ইউনাইটেড ব্যাঙ্কের ২৮ জন গ্রাহক তাদের জমানো অর্থ ফিরিয়ে পেয়েছেন৷ মোট ৩৭ লক্ষ টাকার মধ্যে ৩১ লক্ষ টাকা ২১ জন গ্রাহকের একাউন্টে জমা হয়ে গেছে৷ বাকি ৭ জনের টাকা দেওয়া হয়নি৷ কারণ ৭ জন আদালতে মামলা করেছেন৷ ঐ মামলা শেষ হলে তারা টাকা ফিরে পাবেন বলে জানা গেছে৷ আজ সন্ধ্যায় স্থানীয় জলাই গ্রামের উপকৃত নাগরিকরা এক সভায় কৈলাসহর থানার ওসি তদন্তকারী অফিসার তাদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ খবরে প্রকাশ ২০১৪-২০১৫ সালে ইউবিআই গৌরনগর শাখার প্রলয় নাথ নামে এক চুক্তিবদ্ধ কর্মী ভুয়ো স্লিপ দিয়ে ২৮ জন গ্রাহকের টাকা প্রতারণা করে নিয়ে যায়৷ একাউন্টে জমাকৃত অর্থ না পেয়ে ঐ গ্রাহকরা ব্যাঙ্কে ধর্না দেয়৷ অনেক আন্দোলন করে কোন সুরাহা না হওয়াতে তারা আইনের দ্বারস্থ হন৷ ডিপোজিট স্লিপে সাক্ষর ফরেনসিক ল্যাবে পরীক্ষা করিয়ে জালিয়াতির প্রমাণ পায় পুলিশ৷ ইউবিআই’র রিজিওনাল অফিসার তদন্তের রিপোর্টের ভিত্তিতে ২৯ জন গ্রাহকের একাউন্টে তাদের টাকা পাঠান৷ প্রলয় নাথের বিরুদ্ধে মামলা চলছে আদালতে৷ যারা টাকা পাননি তাদের টাকার পরিমাণ ৬ লক্ষ টাকা৷ আদালতে মামলা শেষ হলে তাদের একাউন্টে টাককা পাঠানো হবে বলে জানা গেছে৷ কারণ আইনী কিচু সমস্যা রয়েছে তাদের টাকা দিতে৷ ছোটো কৈলাসহরে কোটি কোটি টাকা হারিয়েছে চিটফান্ডে অনেক নাগরিক৷ এই টাকা ফিরত পেয়ে এলাকাবাসী খুবই খুশী৷
2017-02-05