বরহমপুর (ওড়িশা) , ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ওড়িশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল বাস। রবিবার সকালের এই দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। আহত হয়েছেন ৫৬ জন যাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার বাউনসানালার মুজাগড়ে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির নাম কামেশ্বরী প্রধান। তাঁর বাড়ি ফুলবানিতে।
পুলিশ সূত্রে খবর, ওই বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। বাসটি বাইবেলি থেকে ভঞ্জানগরের দিকে যাচ্ছিল । বাউনসানালার মুজাগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে এই হতাহতের ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
2017-02-05