রাজ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পুলিশের কাছে আর্জি করিমগঞ্জ থানার

tripura-policeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ফেব্রুয়ারি৷৷ ব্যাঙ্কের চেক বাউন্স করার মামলায় দোষী সাব্যস্ত হলেন রাজ্যের এক ব্যবসায়ী ইন্দ্রজিৎ ত্রিপুরা৷ জামিন অযোগ্য ধারার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে করিমগঞ্জ আদালত৷  তার বাড়ি দক্ষিণ জেলার মনু থানার বনকুল৷ তার বিরুদ্ধে সাড়ে সাত লক্ষ টাকার চেক বাউন্স মামলা করেছে নিলামবাজার থানার অন্তর্গত দাস গ্রামের বাসিন্দা  মহম্মদ খলিল উদ্দিন৷ করিমগঞ্জ চীফ জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট  আদালতের কেইস নং ০৬/২০১৬ইং অভিযুক্ত  ইন্দ্রজিৎ ত্রিপুরার নামে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির নির্দেশ পাঠায় দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার ও মনু থানা৷ করিমগঞ্জের থানার হাতে রাজ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তুলে দেওয়া  আর্জি জানিয়েছেন করিমগঞ্জ পুলিশ৷ ঘটনায় সাতমাস অতিক্রান্ত হয়ে গেলেও রহস্যজনক ভাবে পুলিশ গ্রেপ্তার করছে না এমনই অভিযোগ দায়ের করেছেন মহম্মদ খলিল উদ্দিন৷  ইন্দ্রজিৎ ত্রিপুরার কাছে ১০ লক্ষ টাকা পাওনা খলিল কিন্তু তা থেকে  আড়াই লক্ষ টাকা দিয়েছিল ইন্দ্রজিৎ আর বাকি সাড়ে সাত লক্ষ টাকা চেক ধরিয়ে দিয়েছিল৷ তবে চেক ব্যাঙ্কে  জমা দেওয়ার পর সলিল দেখেন ইন্দ্রজিতের  অ্যাকাউন্টে কোন টাকাই নেই৷  সে থেকেই আজ এরকম পরিস্থিতি ঘটেছে৷  অর্থ মেটানোকে কেন্দ্র করে  বাধে বিপত্তি৷  তাই খলিলের টাকা এখন অবধি ফেরত তো পায়নি বরং পুলিশের ভূমিকাই  খলিল দোষারোপ করছেন৷  ইন্দ্রজিতের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *