মণিপুরের ধৃত কুকি ন্যাশনাল ফ্রন্টের এক জঙ্গি

terroistইম্ফল, ৪ ফেব্রুয়ারি (হি.স.): মণিপুরের কাংপকি জেলায় পুলিশের জালে ধরা পড়ল কুকি ন্যাশনাল ফ্রন্ট (এন)-এর এক জঙ্গি| ধৃত জঙ্গির নাম হল থমাস লেনমিংথাং (২৭)| শনিবার পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত বুধবার কাংপকি জেলার খুপিবাং এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় কুকি ন্যাশনাল ফ্রন্টের জঙ্গি থমাস লেনমিংথাংকে| এই ঘটনায় সাগলমাং থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *