BRAKING NEWS

পাঞ্জাব ও গোয়ায় নির্বাচনে সংবাদপত্রে দলীয় বিজ্ঞাপন নয়: নির্বাচন কমিশন

ElectionCommissionOfIndia-1নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : কোনও রাজনৈতিক নেতা, সংগঠন বা ভোটপ্রার্থী আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি সংবাদপত্রে কোনও বিজ্ঞাপন দিতে পারবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে| জানা গিয়েছে, পাঞ্জাব ও গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন কমিশন| নির্দেশিকায় কড়া ভাষায় জানানো হয়েছে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির লিখিত অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক দল বা দলীয় নেতা, সদস্য সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপাতে পারবে না|
অতীতে বহুবার ভোটের আগে নেতা বা দলের তরফে সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে| সেই অভিযোগ যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই এরকম কড়া নির্দেশিকা জারি করল কমিশন বলে মনে করছে রাজনৈতিক মহল|
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে| তার আগে ওই দুই রাজ্যের সংবাদপত্রেও দলীয় বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা লাগু করেছে কমিশন| কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশ লাগু হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, ভোটপ্রার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নির্দেশ মেনে চলতে হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *