উত্তর প্রদেশের সীতাপুরে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত চালক

accidentসীতাপুর (উত্তর প্রদেশ), ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সীতাপুরে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক| এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী| তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার সকালের ঘটনা|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেওয়ারিয়া থেকে দিল্লি যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি| ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে, সীতাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি| ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের চালক| আহত ২০ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *