BRAKING NEWS

মঞ্চে লালুর ঠাঁই না হওয়ায় নীতীশের সমালোচনায় সরব আরজেডি

laluপটনা, ৬ জানুয়ারি (হি.স.) : দশম শিখ গুরু গোবিন্দ সিংেহর ৩৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সরকারি অনুষ্ঠানে দলীয় সুপ্রিমো লালু প্রসাদ যাদব মঞ্চে ঠাঁই না পাওয়ায় সরব বিহারের শরিক দল আরজেডি| গতকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার | আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বসেছিলেন দর্শকাসনে| এজন্য নীতীশকে নিশানা করেছে আরজেডি| দলের নেতা রঘুবংশ প্রসাদ যাদব বলেছেন বিহারে দুই দলের মহাজোট চোখে পড়ছে না| জেডি-ইউ সর্বত্রই দাপট দেখাচ্ছে| জোট থাকলেও তো মঞ্চে লালুপ্রসাদকেও দেখা যেত|
রঘুবংশ বলেছেন, মানুষ এটা আদৌ ভালোভাবে নেয়নি| তাঁরা লালু যাদবকে দর্শকাসনে বসতে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন| বিহারে মহাজোট রয়েছে| তাই জোটের প্রত্যেক নেতারই মঞ্চে থাকা উচিত ছিল| কিন্তু দেখেশুনে মনে হচ্ছে, রাজ্যে শুধু জেডি-ইউ-র সরকার চলছে|এ ব্যাপারে নীতীশ প্রোটোকল সংক্রান্ত যে ব্যাখ্যা দিয়েছেন তা মানতে নারাজ আরজেডি নেতা| তিনি বলেছেন, এখন নীতীশ যদি বলেন যে অনুষ্ঠান সঠিকভাবেই আয়োজন করা হয়েছিল, তখন আর কী বলা যাবে| কিন্তু বিহারের মানুষ এই ঘটনা পছন্দ করছেন না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *