BRAKING NEWS

পঞ্জাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আবেদন জানালেন বাদল

badalচণ্ডীগড়, ৪ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল| আগামী ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে পঞ্জাবে| বুধবার সাংবাদিক বৈঠক করে পঞ্জাব সহ পঁাচ রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী| এরপরই বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল আবেদন রেখেছেন, পাঞ্জাবিরা সর্বদা শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাসী| আশা করবো এবারও গৌরবময় ঐতিহ্য বজায় থাকবে|
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ করা হবে| ফল প্রকাশ হবে আগামী ১১ মার্চ| গোয়া এবং পঞ্জাবে ভোটগ্রহণ হবে আগামী ৪ ফেব্রুয়ারি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *