BRAKING NEWS

তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়াপনার এক দৃষ্টান্ত দেখালো, অভিযোগ রাহুল সিনহার

rahul-sinhaকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এখন দেউলিয়া| আর এই দেউলিয়াপনার এক দৃষ্টান্ত দেখালো মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে হামলা চালিয়ে| এদিন বিকেলে বিজেপির দলীয় কার‌্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধর করার প্রতিবাদ জানিয়ে একথা জানালেন বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক রাহুল সিনহা| এদিন সন্ধ্যায় বিজেপির দফতরের সামনে আহত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে অভিযোগ করেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোন বিজেপি কর্মী বা নেতারা গ্রেফতার করেনি| অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করেছে| সাহস থাকলে তৃণমূলের কর্মীরা সিজিও কমপ্লেসে সিবিআই দফতরে গিয়ে হামলা চালিয়ে দেখাক| তিনি আরও বলেন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দমাতে পারবে না| এরাজ্যে তৃণমূলের হাল এবার জনমানুষের সামনে পরিষ্কার হয়ে গেল| নিজেদের বাঁচাতে এই নোংরা রাজনীতির তিনি তীব্র নিন্দা করেন|
তিনি আরও বলেন, গোটা ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে দিল্লিতে জাতীয় নেতাদের কাছে অভিযোগ জানানো হয়েছে| এমনকি এদিন বিকেলে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে গিয়েও অভিযোগ জানানো হয়েছে| তিনি পুলিশের উচ্চ আধিকারিক ও স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন| দলের দফতরে হামলা ও কর্মী-নেতাদের উপর আক্রমনের প্রতিবাদ জানিয়ে তিনি তদন্তের দাবি জানান| পাশাপাশি তিনি দোষী তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযারও দাবি জানান|
এই ঘটনা প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূল ধ্বংসাত্মক আন্দোলন করছে| তাঁর মন্তব্য কারা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে তা বোঝা যাচ্ছে| দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য বিজেপি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *