BRAKING NEWS

লোকসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি

Parliament-of-Indiaনয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : চলতি বছরে লোকসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি | মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়| মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালের কেন্দ্রীয় বাজেট খুব সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি পেশ করা হতে পারে| স্বাধীনতার পর এবছরই প্রথম রেল বাজেট এবং কেন্দ্রীয় বাজেট একইদিনে পেশ করা হবে|
কেন্দ্রের বিভিন্ন আধিকারিকের দাবি, ফেব্রুয়ারির শেষে না হয়ে, শুরুতে বাজেট পেশ হলে বিভিন্ন প্রকল্পের জন্য সরকার যে অর্থ বরাদ্দ করে, তা তাড়াতাড়ি হয়ে যাবে| এরফলে যে কোনও প্রকল্পের বাস্তবায়নও শীঘ্র হবে, উপকৃত হবে আমজনতা| আগামী ৩১ জানুয়ারি লোকসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি| এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা | বৈঠকে উপস্থিত ছিলেন কেনদ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *