BRAKING NEWS

সার্জিক্যাল স্ট্রাইকেও হল না শিক্ষা, ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান

9MMPISTOL copyজম্মু, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সার্জিক্যাল স্ট্রাইকেও শিক্ষা পেল না নওয়াজ শরিফ সরকার| জম্মুর আখনুর সেক্টরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান রেঞ্জার্স| মধ্যরাতে (শুক্রবার) নিয়ন্ত্রণ রেখার কাছে পাল্লানওয়ালা, চাপরিয়াল এবং সামনামে গুলি চালায় পাক সেনারা| ঘণ্টাখানেক ধরে চলে গুলিবর্ষণ| তবে, হতাহতের কোনও খবর নেই| চলতি মাসে এই নিয়ে পাঁচবার এবং গত ৩৬ ঘন্টার মধ্যে তিনবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিং বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ফরোয়ার্ড পোস্ট থেকে আখনুর সেক্টরের বিভিন্ন স্থানে হাল্কা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়| রাত সাড়ে ১২টা নাগাদ গুলিবর্ষণ শুরু হয়| চলে রাত দেড়টা পর‌্যন্ত|’
বৃহস্পতিবারই মান্ধের সেক্টরের বালনোয়িতে গুলিবর্ষণ করেছিল পাক রেঞ্জার্স| দু’দিন আগে, ২৮ সেপ্টেম্বর পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা| তার আগে ৬ সেপ্টেম্বরও সেখানে হামলা চালায়| ২ সেপ্টেম্বর আখনুরেই হামলা চালিয়েছিল পাক রেঞ্জার্স| ৱুধবারের সার্জিক্যাল স্ট্রাইকের পর আখনুর সেক্টর খালি করে দেওয়া হয়েছে| বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *