মেসি ঝড়ে উড়ে গেল সেল্টিক, হ্যাটট্রিকে সি আর সেভেনকে টপকালেন এল এম টেন

মেসি ঝড়ে উড়ে গেল সেল্টিক, হ্যাটট্রিকে সি আর সেভেনকে টপকালেন এল এম টেন
lionel-massiবার্সেলোনা, ১৪সেপ্টেম্বর(হি. স): মাঠে নেমেই নিজের জাত চেনালেন ফুুটবল জাদুগর লিওনেল মেসি| হ্যাটট্রিক করে ঝলসে দিলেন সেল্টিককে| তার স্কিলের দুত্যিতে মুগ্ধ গোটা বিশ্ব| সি আর সেভনের ৫টি হ্যাটট্রিককে টপকে এখন এককভাবে শীর্ষে মেসি | ৬টি হ্যাটট্রিকের মালিক হলেন এল এম টেন | সেল্টিকের বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে বার্সালোনা জেতে ৭-০ গোলের বিশাল ব্যবধানে|
ম্যাচের তৃতীয় মিনিটেই নিজের প্রথম গোলটি করেন মেসি| ২৭ মিনিটের মাথায় তার দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের সেরা| খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি| খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি| চ্যাম্পিয়ন্স লিগের আসরে পাঁচটি হ্যাটট্রিক আছে রোনাল্ডো| তিনটি করে হ্যাটট্রিক পেয়েছেন জার্মানির মারিও গোমেজ, ইতালির ফিলিপ্পো ইনজাঘি এবং ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো| দুটি করে হ্যাটট্রিক আছে আরও ১২ জন ফুটবলারের|