নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে আগ্রার তাজমহলের কাছাকাছি একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর উপহার দিতে চলেছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার| প্রসঙ্গত, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল দেখতে দেশি-বিদেশি পর্যটকদের দিল্লি বিমানবন্দর থেকে রেলপথ বা সড়ক পথে ২০০ কিমি যেতে হয় পর্যটকদের| সেই সমস্যা দূর করতে ও পর্যটকদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়েছে বলে সরকারি সূত্রে জানাননো হয়েছে|
এদিকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশ সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক মহলের মতে, ভারতের স্বাধীনতার ৭০ বছর পর এখানে বিমানবন্দর তৈরি করে একটা চমক দিতে চাইছে সরকার| বিমানবন্দর তৈরির জন্যে ১৫০ একর জমি সরকার দেবে বলে ঘোষণা করেছে| এছাড়াও সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় বিলেও সরকার অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে|
সূত্রের খবর, রানওয়ে তৈরির জন্যেই শুধু ১০০ কোটি টাকা খরচ হবে| এয়ারফোর্সের তত্ত্বাবধানেই তৈরি হবে এই আন্তর্জাতিকমানের বিমানবন্দর| আগ্রা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না সরকারকে| কারণ, এরমধ্যেই সাড়ে তিনশো জমির মালিকের সঙ্গে কথা বলে রেখেছে সরকার| আগামী একমাসের মধ্যেই সমস্ত জমি সরকারের অধীনে চলে আসবে বলে আশা করা যাচ্ছে| ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য উত্তরপ্রদেশ সরকারের| হিন্দুস্থান সমাচার|
2016-09-06