BRAKING NEWS

দীপাবলির উপহার হিসেবে রেল পরিষেবা পেতে পারে মন্দিরনগরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ দীপাবলির উপহার হিসেবে উদয়পুরের জনগণ পেতে চলেছেন রেল পরিষেবা৷ BG TRAINএমনই আভাস পাওয়া গিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে৷ ২২ সেপ্ঢেম্বর আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেললাইন সুরক্ষার পর্যবেক্ষণ করা হবে৷ এই মর্মে যাবতীয় প্রস্তুতি নিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্ঢেম্বর পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার চীফ ইঞ্জিনীয়ার হরপাল সিং এই বিষয়ে রাজ্যে কর্মরত রেলওয়ে আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন৷ তিনি বৈঠক করবেন রাজ্যের পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিকের সাথেও৷ বৈঠকের আগে শ্রীসিং আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইনের কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করবেন৷ তারপর তিনি একটি রিপোর্ট দেবেন৷ সেই রিপোর্টের ভিত্তিতেই কমিশনার অব রেলওয়ে সেফটি তথা রেলওয়ে সুরক্ষা সংক্রান্ত বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে৷
এদিকে, আগরতলা থেকে কলকাতা রেল পরিষেবা চালু করার বিষয়ে এখনো পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি৷ যদিও গত ২১ জুলাই আগরতলা থেকে জাতীয় রাজধানী দিল্লী পর্যন্ত দূরপাল্লার যাত্রী রেল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সূচনা করে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু ঘোষণা দিয়েছিলেন আগষ্টেই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীরেলের সূচনা হয়ে যাবে৷ কিন্তু মাঝের একমাস সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আগরতলা-কলকাতা যাত্রীরেল পরিষেবা চালু হয়নি৷ এনিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে৷ অবিলম্বে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীরেল চালু করার দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *