BRAKING NEWS

গান্ধী হত্যা নিয়ে মন্তব্যে স্থির রাহুল, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ রাহুল গান্ধীর আবেদন | মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে আরএসএসকে দায়ী Rahul Gandhiকরা সংক্রান্ত মহারাষ্ট্রের আদালতে তাঁর বিরুদ্ধে হওয়া মামলার হাজিরা থেকে অব্যাহতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| নিজের মন্তব্যে স্থির থাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত খারিজ করে দেয় তাঁর আবেদন| ফলে মহারাষ্ট্রের আদালতে সশরীরে হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে|
উল্লেখ্য, ২০১৫ সালে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেছিলেন, জাতির জনকের হত্যার নেপথ্যে আরএসএস-এর হাত ছিল| এর প্রেক্ষিতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সংঘ| সেখানে হাজিরা দেওয়ার জন্য রাহুলকে সমন পাঠানো হয়| সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন রাহুল| তা খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস সহ-সভাপতি|
এদিন আরএসএস-এর আইনজীবী ইউ আর ললিত জানান, তাঁর মক্কেলের দাবি, রাহুল যদি স্বীকার করে নেন যে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করছেন, তাহলে মূল মামলা প্রত্যাহার করে নেওয়া হতে পারে| যদিও, এদিন সুপ্রিম কোর্টে তাঁর হয়ে সওয়াল জবাব করা আইনজীবী কপিল সিবল জানান, নির্বাচনী প্রচারে নেমে গান্ধীজি ও আর এস এসকে নিয়ে নিজের মন্তব্যে স্থির রয়েছেন রাহুল| সেখান থেকে একচুলও সরবেন না|
যার জেরে নিম্ন আদালতে মূল মামলার শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকে রাহুলকে অব্যাহতি দিতে অস্বীকার করে বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর এফ নরিমনের ডিভিশন বেঞ্চ| ফলে, মহারাষ্ট্রের আদালতে রাহুলকে হাজিরা দিতে হবেই বলে মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *