BRAKING NEWS

ভূমিকম্পে মায়ানমারে চারজন নিহত, ত্রিপুরাতেও অনুভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ আজ ফের মৃদু ভূকম্পন অনুভূত হয় রাজ্যেও৷ ভারত মায়ানমার সীমান্তে ভূমি earthquakeথেকে ৫৮ কিলোমিটার গভীরে ভূকম্পের উৎপত্তিস্থল৷ রিক্টার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৬৭৷ তবে ভূমিকম্পের ফলে রাজ্যের কোথাও থেকে প্রাণ হানি বা সম্পদ হানীর খবর মেলেনি৷   শক্তিশালী ভূমিকম্পে মায়ানমারে অন্তত ৪ জন নিহত হয়েছে৷ আহত হয়েছেন বহুমানুষ৷ বুধবার বিকেলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বৌদ্ধমন্দির৷ এছাড়া ও বেশ কিছু বাড়িঘর ও পুরনো ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে৷ মায়ানমারের ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে  চাউকের বিভিন্ন এলাকা থেকে ৪ জনের মৃতুযর খবর পাওয়া যায়৷ এছাড়া, বেশ কিছু প্রসিদ্ধ বৌদ্ধমন্দিরসহ অনেক উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়৷  এরমধ্যে কিছু ধসেও পড়ে৷ বুধবার বিকেল ৪টে নাগাদ উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী (নদীবন্দর) চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়৷ রিখটার স্কেলে ৬৮ মাত্রার এ ভূমিকম্পের উপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে৷ এদিনের ভূমিকম্পে কেঁপে ওঠে কেঁপে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ বিহার, অসম, ছত্তিশগড়সহ উত্তর-পূর্বাঞ্চল৷ এছাড়া বাংলাদেশ, লাওস, চিন ও থাইল্যান্ডের ব্যাংককসহ সংলগ্ণ অনেক অঞ্চল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *