নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ আগামী ১২ আগস্ট থেকে রাজ্যে রেলে করে আসবে জ্বালানী তেল৷ রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন৷ এই বিষয়ে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা বলেন, রেলওয়ে আধিকারীকরা জানিয়েছেন রোরো রেকে করে জ্বালানী তেল বদরপুরের ভাঙার স্টেশন থেকে চুড়াইবাড়ি স্টেশন পর্যন্ত আসবে৷ একসাথে প্রায় ত্রিশটি ট্যাঙ্কার ট্রাক তাতে করে আসতে পারবে৷ চুড়াইবাড়ি স্টেশন থেকে ট্যাঙ্কার থেকে ধর্মনগর তেল ডিপোতে যাবে৷ ইতিমধ্যে চুড়াইবাড়ি স্টেশনে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে৷ এদিকে, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুরের মধ্যে পণ্যবাহী রেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷
2016-08-10