BRAKING NEWS

রেল শ্রমিকদের দেড় লক্ষাধিক টাকা আত্মসাৎ করল প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জুন৷৷ রেল শ্রমিকদের টাকা আত্মসাৎ করে চড়িলামের ভাড়াটিয়া তপন মহন্ত দাস নামে এক

তপন মহন্ত দাস৷ ছবি নিজস্ব৷
তপন মহন্ত দাস৷ ছবি নিজস্ব৷

প্রতারক৷ তপন মহন্ত দাস দীর্ঘ ২৫দিন যাবৎ ৬৫ জন শ্রমিকদের দৈনিক হাজিরার টাকা প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল চড়িলাম বাজারে৷ শ্রমিকরা দূরদূরান্ত থেকে আগত, তারা আজ বিকেলবেলা তার বাড়ি ঘেরাও করে৷ কিন্তু ঠক প্রতারক বাড়ি থেকে লুকিয়ে গা ঢাকা দেয়৷ শ্রমিক তার সন্দান না পেয়ে শেষ পর্যন্ত সিপিএম পার্টি অফিসে এসে তাদের দুঃখের কথা গাঁও প্রধানের কাছে বলেন৷ শ্রমিকরা বিভিন্ন প্রান্ত থেকে এসে চেছরিমাই ও বালুয়াছড়ি এলাকায় তপনবাবুর অধীনে কাজ করছেন৷ তপনবাবু রেল দপ্তর থেকে টাকা তুলে টাকাগুলি কি করেছেন এনিয়ে প্রশ্ণ উঠছে৷ এই ৬৫ জন শ্রমিকরে সর্দার রইস্যাবাড়ির স্বর্ণজয় ত্রিপুরার অধীনে কাজ করে৷ এখন প্রায় তিনদিন একবেলা খেয়ে কাজ করেছেন৷ এই শ্রমিকগুলি বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ শ্রমিকদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়৷ এই শ্রমিকরা তপনবাবুর ভাড়া বাড়ি ঘেরাও করে শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় তাকে ধরে আনতে সক্ষম হয়৷ এলাকায় ঠগ ও প্রতারক হিসেবে তার যথেষ্ট পরিচয় পাওয়া যায়৷ রেল মন্ত্রকের দপ্তর থেকে তিনি টাকা ঠিকই তুলে নিয়েছেন৷ কিন্তু শ্রমিকদের প্রাপ্য মজুরি দেননি৷ শ্রমিকদের টাকা দিয়ে জাঙ্গালিয়ায় বাড়ির জায়গা কিনেছেন বলে অভিযোগ উঠেছে৷ তপনবাবুর এই আচরণের জন্য ক্ষুব্ধ এলাকাবাসী ও শ্রমিক মহল৷ তপনবাবু বালুয়াছড়ি এলাকার ক্ষুদ্রব্যবসায়ী সুনীল দেবনাতের দোকান থেকে শ্রমিকদের খাওয়া দাওয়ায় খরচ বাবদ প্রায় ১৫ হাজার টাকা দেয়নি এমতাবস্থায় দোকান মালিকও তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়৷ এই ৬৫ জন শ্রমিক শেষ পর্যন্ত সংঘবদ্ধভাবে উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সব রকম প্রতারণার খবর দিলে তপনবাবুকে চড়িলাম বাজারে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে শ্রমিকদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য৷ শ্রমিকদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় চিন্তা করছে বলে চড়িলাম এলাকাবাসীর বিষয়টি মানিয়ে নিতে পারছেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *