চণ্ডীগড়, ৭ জুন (হি.স.): হরিয়ানার ফতেহাবাদ জেলায় চলন্ত বাসে বিস্ফোরণে জখম হলেন ১৫ জন| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার একটু আগে শহরের ভুনা রোডে চলন্ত বাসে বিস্ফোরণটি ঘটে| প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যাত্রীর কাছে পটাশ বোতল ছিল, সেই বোতলটি ফেটে যাওয়া মাত্রই বিস্ফোরণটি ঘটে| প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণত চাষের জন্য ব্যবহার করা হয় ওই রাসায়নিক|
বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছন জেলার পদস্থ পুলিশ আধিকারিক, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের অপরাধদমন শাখার একটি দল| উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বিস্ফোরণের ঘটনা ঘটল হরিয়ানায়|
2016-06-07