নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ মে৷৷ ফের ধর্ষণের শিকার ২ সন্তানের জননী৷ নানা ভাবে ফুসলিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনা শান্তিরবাজার থানাধীন বগাফা এডিসি ভিলেজের মহাদেব কুঞ্জ এলাকায়৷ অভিযুক্ত যুবকের নাম আব্দুল জসীম৷ গত ২১ এপ্রিল ঘটনাটি ঘটলেও থানায় মামলা হয় সোমবার৷ পুলিশ অভিযোগ মূলে মামলা নিলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷
ফের ধর্ষনের শিকার হলেন এক গৃহবধূ৷ গভীর জঙ্গলে গরু চরাতে গিয়ে পাশের বাড়ির যুবক কর্তৃক ধর্ষণের শিকার হন ২ সন্তানের জননী৷ ঘটনাটি ঘটে ২১ এপ্রিল শান্তিরবাজার থানার অন্তগর্ত বগাফা এডিসি ভিলেজের মহাদেব কুঞ্জ এলাকায়৷ দীর্ঘ ১মাস পর শান্তিরবাজার থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা৷ ঘটনার বিবরনে জানা যায় গত কয়েকমাস যাবৎ মহাদেব কুঞ্জ এলাকায় এক গৃহবধূকে নানাভাবে উত্তক্ত করে চলেছে আব্দুল জসীম৷ গত ২১ এপ্রিল ঐ গৃহবধূ গভীর জঙ্গলে যান গরু চরাতে৷ ঠিক তখনই ঐ মহিলার পথ আগলে ধরে এলাকারই আব্দুল জসীম৷ গভীর জঙ্গলে পথ আগলে ধরে তাকে নানা ভাবে হেনস্থা করে৷ এরপর ঐ মহিলাকে ধর্ষণ করে অব্দুল৷ শুধু তাই নয় ধর্ষণের পর মহিলার নগ্ণ ছবি তুলে রাখে মোবাইলে৷ এরপর শুরু হয় ভয়ভীতি প্রদর্শন৷ আব্দুল হুমকি দেয় ধর্ষণের ঘটনাটি জানালে এসব ছবি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে৷
এতদিন ভয়ে কিছু বলেনি গৃহবধূ৷ বিষয়টি নিয়ে গ্রামের নেতা মাতববরদের কাছে গিয়েও কাজ হয়নি৷ অনেকে সালিশি সভার আশ্বাস দিলেও পরে তা করেনি৷ বর্তমানে গ্রামের উঠতি বয়সের যুবক যুবতীদের মোবাইলে ঐ ছবি ছড়িয়ে পড়ে৷ কোন বিচার না পেয়ে শেষ পর্যন্ত গৃহবধূ শান্তিরবাজার থানার দ্বারস্থ হন৷ পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ (সি) ৩৬৭ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে৷ এদিকে পুলিশ মামলা নিলেও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ ফলে এলাকার ক্ষোভ বিরাজ করছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঐ মহিলার পরিবারের লোকজনও রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন৷ একাংশ শুভবুদ্ধিসম্পন্ন জনগণ ঐ অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবী তুলেছেন৷ অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবীও উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে৷
2016-06-01