বিমানবন্দর আধুনিকিকরণে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য, আজ আগরতলায় রেল কর্তারা, যাত্রী রেল সূচনার দিন চূড়ান্ত হতে পারে

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ব্রডগেজে যাত্রী রেল আগরতলা থেকে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে বর্হিরাজ্যের উদ্দেশ্যে ছুটবে তা আগামীকাল পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে৷ বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এইচকে জাগ্গি পরিবহনমন্ত্রীর সাথে এক বৈঠকে মিলিত হবেন৷ তাঁর সাথে পূর্বোত্তর সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার এবং নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং থাকবেন৷ ঐ বৈঠকে ধারণা করা হচ্ছে, আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনা সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে৷ মঙ্গলবার মহাকরণে পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, জুনের মাঝামাঝি নাগাদ আগরতলা থেকে যাত্রী রেলের সূচনা হতে পারে৷ এই বিষয়টি আগামীকাল পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে পরিবহনমন্ত্রীর মানিক দে’র বৈঠকে পরিষ্কার হয়ে যাবে৷ পূর্বোত্তর সীমান্ত রেলের আধিকারিকরা রাজ্যপাল তথাগত রায়ের সাথেও সাক্ষাৎ করবেন৷
এদিকে, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে৷ ২০১৮ মার্চ নাগাদ রেললাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়েছে৷ এদিন, পরিবহন সচিব জানিয়েছেন, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে এবং ২০১৯ সালের ৩১ মার্চ নাগাদ সাব্রুম পর্যন্ত রেল পৌঁছে যাবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে ডোনার মন্ত্রকের কাছ থেকে ১২০ কোটি টাকা মিলেছে৷ ফলে, খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে যাবে৷ তাঁর মতে ছ মাসের মধ্যে জমি অধিগ্রহণ এবং তিন বছরের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ সম্পন্ন হবে৷
এদিকে, এয়ারপোর্ট অথরিটির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পরিবহন সচিব৷ তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছেন, প্রতিশ্রুতি মোতাবেক কাজের সময় সীমা মেনে চলছে না এয়ারপোর্ট অথরিটি৷ আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ৭৫ একর জমি তাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে৷ তাতে এখন পর্যন্ত রাজ্য সরকারের ৩৮ কোটি টাকা খরচ হয়েছে৷ তা সত্ত্বেও এয়ারপোর্ট অথরিটি আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণে ঢিলেমি প্রদর্শন করে চলেছে৷ তিনি জানান, তার কাছে খবর রয়েছে আগরতলা বিমান বন্দরের টার্মিনাল ভবন নির্মাণে এখনো এয়ারপোর্ট অথরিটি টেন্ডার ঢাকেনি৷ এই সমস্ত অভিযোগ অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিন পরিবহন সচিব বলেন, দুয়েক দিনের মধ্যে সমস্ত বিষয় উল্লেখ করে অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি পাঠানো হবে৷ যাতে আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণ দ্রুত শুরু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *