নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ মুখ্যমন্ত্রীর মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন রাজ্য সফররত লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ আজ দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রীর কার্যালয়েই লোকসভার অধ্যক্ষ শ্রীমতি মহাজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ এ সময় তাঁর সঙ্গে ছিলেন লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র এবং লোকসভা ও রাজ্যসভার অন্যান্য পদস্থ আধিকারিকরা৷ সৌজন্য সাক্ষাতের প্রথমেই লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারও অধ্যক্ষা সুমিত্রা মহাজন, লোকসভার সেক্রেটারি জেনারেলের হাতে স্মারক উপহার অর্পণ করেন৷ উল্লেখ্য, আজ সকালে ত্রিপুরা বিধানসভার নর্থ-ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের দু’দিনব্যাপী ১৫-তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধন করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ এই উপলক্ষেই তাঁর প্রথমবারের মতো ত্রিপুরায় আসা৷ এই ১৫-তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই লোকসভার অধ্যক্ষ মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ বেশ কিছুক্ষণ কথাও বলেন দু’জন৷
2016-06-01