BRAKING NEWS

ফের ম্যালেরিয়ার থাবা, খোয়াইতে মৃত্যু এক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ মে৷৷ চিকিৎসকের গাফিলতির কারণে ম্যালেরিয়ায় আক্রান্ত এক যুবকের মৃতূ্য হয়েছে৷ মৃত Malaria Diedযুবকের নাম অরবিন্দ দেববর্মা, বয়স বত্রিশ৷ বাড়ী খোয়াই এর দক্ষিন জামটিলা এলাকায়৷ মৃত যুবকের পরিবারের অভিযোগ গত রবিবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অরবিন্দকে হাসপাতালের চিকিৎসকরা ভর্তি করেন জ্বর ও ডাইরিয়া রোগের উপসর্গতে৷ কিন্তু চিকিৎসকরা জ্বরের জন্য কোন রক্ত পরীক্ষা না করেই শুধু ডাইরিয়া রোগের চিকিৎসা করেন৷ সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালে অপর এক চিকিৎসক অরবিন্দের ম্যালেরিয়া জ্বরের রক্ত পরীক্ষা করান৷ তাতে ধরা পড়ে অরবিন্দের রক্তে ম্যালেরিয়া প্রজেটিভ৷ পরে তড়িঘড়ি করে ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা৷ ম্যালেরিয়া জ্বরের চিকিৎসা শুরুর দু-ঘন্টা পরই মৃত্যু কোলে ঢলে পড়েন অরবিন্দ দেববর্মা৷ অরবিন্দের পরিবারের সদস্যরা জানান [vsw id=”1Xm4PY6zRVI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]গত বৃহস্পতিবার থেকে তার শরীরে জ্বর ছিল সঙ্গে ছিল ডাইরিয়াও৷ কিন্তু খোয়াই জেলা হাসপাতালের জনৈক চিকিৎসক ডাইরিয়াই জ্বরের অন্যতম কারন ধরে শুধু ডাইরিয়ার জন্য একের পর এক সেলাইন দিয়ে যান৷
উল্লেখ্য, খোয়াই জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কর্তব্যে বা চিকিৎসায় গাফিলতের অভিযোগ দীর্ঘ দিনের পুরনো৷ চিকিৎসকদের গাফিলতিতে প্রায় সময়ই রোগী বা রোগীনীর মৃত্যুর ঘটনা ঘটে চলছে৷ কিন্তু তার পরও রাজ্য স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য মন্ত্রীর কোন ভ্রুক্ষেপ নেই এই ধরনের বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়ে৷ খোয়াইতে প্রতি বছরই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলিতে মৃত্যুর ধারাবাহিকতা বয়ে চলছে, অথচ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ম্যালেরিয়া নিয়ে লক্ষ লক্ষ টাকার প্রচার, জনসংযোগ চালানো হচ্ছে৷ রাজ্যে ম্যালেরিয়া জ্বরে মৃত্যুর সংখ্যা রোধ করতে একদিকে স্বাস্থ্য দপ্তর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আবার অন্যদিকে সরকারী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র গুলিতেই সরকারী চিকিৎসকদের কর্তব্যে অবহেলার কারনে ঐ ম্যালেরিয়া জ্বরেই প্রাণ যাচ্ছে সাধারন মানুষের৷ রাজ্যের সরকারী স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সে এক প্রকার লাটে উঠেছে এই মৃত্যু গুলিই তার সাক্ষ্য বহন করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *