BRAKING NEWS

নিয়ন্ত্রণ হারিয়ে আঠারমুড়া পাহাড়ে ধাক্কা, গুরুতর জখম ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷ আবারও দূরপাল্লার লরি আসাম-আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে৷ পুলিশের সংকেত অমান্য করে দ্রুত বেগে পালিয়ে আসার চেষ্টা করলেই নিয়ন্ত্রণ হারিয়ে আঠারমুড়া  পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় চালক৷ অল্পবিস্তর আহত হয় গাড়িতে থাকা রিলায়েন্স কোম্পানির এক কর্মী৷ জানা যায়, ACCIDENTগত শুক্রবার রাত্র ১০ টা নাগাদ আমবাসা থেকে আগরতলা যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭মাইলস এলাকার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷  সঙ্গে সঙ্গে এলাকাবাসী গাড়িতে থাকা চালককে গাড়ি থেকে উদ্ধার করে৷  পুলিশ সঙ্গে সঙ্গে চালক নান্টু চক্রবর্তী পিতা হরেন্দ্র চক্রবর্তী, আগরতলা বনকুমারীকে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই চলছে তার চিকিৎসা৷  গাড়ির নম্বর হল এইচআর-৫৫,কিউ-৯৭০৭৷ পুলিশ জানায় গাড়িতে  ধোয়ার পারমিট ছিল না এবং রাস্তার চলার ও পারমিট ছিল না৷  সেজন্য রাতের বেলা পুলিশ গাড়িটিকে দাঁড় করাতে চাইলে নিজেও স্বীকার করে৷ জানা যায়, গাড়িটি রিয়ালেন্স কোম্পানির মেশিন বহন করছিল একই দিনে তেলিয়ামুড়া শহরের  অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুজন কলেজ ছাত্রী সহ অটো চালক৷ জানা যায়, তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল কলেজ থেকে অটো দিয়ে তেলিয়ামুড়ার দিকে আসার পথে বাইক ও অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ অটোর নম্বর হল টিআর০১-ই-৪৪১২৷ বাইক চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়৷ আহত দুজন ছাত্রী সহ অটো চালককে তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পথ চলতি জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *