BRAKING NEWS

নৈশপ্রহরীর তৎপরতায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে হাত সাফাইয়ে ব্যর্থ চোরেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  নাইটগার্ডের তৎপরতায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার চুরির হাত থেকে বাঁচলো৷ শনিবার রাত্র পৌনে ৯টা নাগাদ সুকলের নাইট গার্ড সুকলে আসে৷ গেটের গ্রীলের দরজা খুলে বারান্দায় পা রাখতেই নাইট গার্ড দেখেন কম্পিউটার সামনে থেকে দুজন দৌড়ে পালিয়ে যায়৷ ছায়া মূর্তি দৌড়ে যাচ্ছে দেখে নাইট গার্ড

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

অনেকটা দৌড় দিয়ে সেদিকে এগিয়ে দেখেন কম্পিউটার রুমের দরজা ভাঙ্গা৷ এগিয়ে দেখেন সবগুলো কম্পিউটার টেবিল থেকে কানেকশন খুলে বাক্স বন্দী করেছে৷ আর একটু সময় পেলেই কেল্লা যাতে হয়ে যেত৷ দুসৃকতিরা ঘরের বৈদ্যুতিক আলো নিভিয়ে কাজটা করে৷ নাইট গার্ড সঙ্গে সঙ্গে খবর দেন সুকলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তীকে৷ খবর পেয়েই অসীম চক্রবর্তী ও তাঁর সহকর্মীরা ছুটে আসেন সুকলে৷ খবর পেয়ে সুকলের ম্যানেজার কমিটির প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য্য আসেন৷ খবর পাঠানো হয় কৈলাসহর থানায়৷  সুকল কর্তৃপক্ষের তরফে পুলিশকে লিখিত অভিযোগ জানানো৷ তবে সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ নেই৷ এসম্পর্কে প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান ষাট বছরের বেশি পুরানো এই বাড়িটির নিয়ম মাফিক সংস্কার না হওয়ায় দরজা জানালা দুর্বল হয়ে পড়েছে৷ পলেস্তরা খসে পড়ছে৷ দুসৃকতিদের ঘরে ঢোকার ক্ষেত্রে কোন অসুবিধাই হয়নি৷ ক্যাশ রুমের গ্রীল আলকা করে ভেঙে ঢোকে দুসৃকতিরা৷ কিন্তু নাইট গার্ডের উপস্থির জন্য দুসৃকতিরা শেষ পর্যন্ত কাজ হাসিল করতে পারেনি৷ সুকলের কম্পিউটারের উপর ইদানিং নজর পড়েছে দুরসৃকতিদের ৷ কিছুদিন আগে গোলধারপুর রুদ্র সিং দ্বাদশের একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুসৃকতিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *