জেএনইউ মামলায় আটক ছাত্রকে নিঃশর্তে মুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের বিক্ষোভ মিছিল

TEACHERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্র কানহাইয়া কুমারকে নিশর্ত মুক্তি ও হিন্দুত্ববাদী স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠার আহ্বান জানিয়েছে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি৷
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি৷ শিক্ষাঙ্গণে হিন্দুত্ববাদী স্বৈরাচারী আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ এনেছেন৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র কানহাইয়া কুমারকে নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলেজ শিক্ষকরা আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেন৷ মিছিলটি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন দেশদ্রোহী স্লোগান যারা দিচ্ছে তাদেরকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, বিচারালয়ে পর্যন্ত নিরাপত্তা নেই৷ দেশ সাম্প্রদায়িক ও স্বৈরাচারী যে নীতি চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে৷
অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ব লে জানান ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক দীপক বর্ধন৷ গোটা দেশেই শিক্ষক ও ছাত্র সমাজ কঠোর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ৷ পুলিশ বাহিনীকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *