চিলিতে মৃদু ভূমিকম্প, তীব্রতা ৫.২

earthquakeসান্টিয়াগো, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কঁাপল চিলির কোকুয়িমবো অঞ্চল| স্থানীয় সময়, শুক্রবার রাতে কম্পন অনুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২| কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, ভূমিকম্পের উত্সস্থল ছিল চিলির ওভালে থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে|