নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ফেব্রুয়ারি৷৷ কৈলাসহরের শান্তিপূর পঞ্চায়েতের নটিংছড়ার দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হল এক যুবক৷ তার নাম অমিত দাস৷ বিজেপি কর্মী হওয়ার তাকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রচন্ড মারধোর করে৷ বর্তমানে অমিত দাস আর ডি এম হাসপাতালে চিকিৎসাধীন৷ কৈলাসহর থানায় মামলা হয়েছে ৷ পুলিশ তদন্ত করছে৷
শনিবার রাতে সাড়ে ১০টায় নাগাদ কতিপয় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত অমিতকে প্রচন্ড মারধোর করে অটোদিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায়৷ তাকে পরবর্তী সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর রতন দাস এই মামলার তদন্ত করবেন৷ বিজেপি করার অপরাধে রতন দাস আক্রান্ত হওয়ায় কর্মী সমর্থক মহলে ক্ষোভ বিরাজ করছে৷ আগামী দিনে এ জাতীয় ঘটনা প্রতিরোধ করার পথেই এগোচ্ছেন বিজেপি কর্মীরা৷
2016-02-16