নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারি৷৷ সাধারন মানুষের কাছে সরকারী সুবিধা পৌঁচ্ছে দিতে বিভিন্ন সরকারী দফতর খুলা হলেও দফতরের কর্মীদের গাফিলতি থাকায় সরকারী সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রয়েছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের মুঙ্গিয়াকামী বাজার এলাকাস্থিত বাসীরা৷ মুঙ্গিয়াকামী ডিভিশন বিদ্যুৎ নিগমের কর্মীরা প্রতিদিনই কাজ ফাঁকি দিয়ে তিনটের পরেই ঘরে মুখী হন৷ ফলে বিদ্যুৎ নিগমের অধীনে থাকা গ্রহকরা সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ৷ দুপুর তিনটে বাজতেই কর্মীরা নিজে কাকজ গুটিয়ে বাড়ী চলে আসেন৷ আর তার ফলেই বিদ্যুৎ নিগমের গ্রাহকরা প্রতিদিন নিগমে এসে তিনটের পর দরজা জানালা বন্ধ করে বাড়ী ফিরে আসছে হয় বলে অভিযোগ৷
2016-02-11