নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারী৷৷ থেমে গেল জীবন যুদ্ধের লড়াই৷ দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হল সিয়াচেনে বরফের স্তুপ থেকে একমাত্র জীবিত উদ্ধার ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়ের৷ গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল৷ কাজ করা বন্ধ করে দিয়েছিল কিডনি ও লিভার৷ বুধবার সন্ধ্যায় প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়, তাঁর মাথায় ঠিকমতো অক্সিজেনের সঞ্চালন ঘটছিল না৷ রক্তচাপও খুব কম ছিল৷ পুরোপুরি লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে৷ কিন্তু আজ সকাল থেকে ক্রমশ অবস্থার অবনতি হয়৷ অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বীর সেনা ল্যান্সনায়েক৷
সিয়াচেনে ১৯ হাজার ৬০০ ফুট উচ্চতায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নীচে থাকা তাপমাত্রায় ৬ কাটানোর পর বরফের মধ্যে থেকে উদ্ধার করা তাঁকে৷ প্রথমে লেহ-র হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিয়ে আসা হয় দিল্লির সেনা হাসপাতালে৷ সেখানে এইমস’র চিকিৎসকরাও তাঁকে বাঁচাতে সেনা হাসপাতালের চিকিৎসকদের সাহায্য করেন৷ কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে যান ল্যান্স নায়েক হনমনথাপ্পা কোপ্পাড়৷
এই খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে শোকের আবহ৷ তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, আপনার ভিতরের সৈনিকটি চির অমর থাকবে৷ আপনাদের মতো শহিদরা ভারতের সেবা করেছেন৷ এজন্য গর্ব হয়৷ শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, চরম সাহস, বীরত্ব ও প্রতিজ্ঞা দেখিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন উনি৷
2016-02-11