BRAKING NEWS

কৈলাসহরে মন্দিরে তালা ভেঙ্গে প্রণামী চুরি

thiefনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ ফেব্রুয়ারি৷৷ খাওরাবিল চৌদ্দদেবতার মন্দিরে তালাভেঙ্গে চুরি হয় নগদ টাকা সহ কিছু মূল্যবান জিনিষ৷ এলাকাবাশির সহযোগিতায় ইরানি থানার পুলিশ সন্দেজনক ভাবে একজনকে আটক করলে তার কাছ থেকে উদ্ধার হয় মন্দিরের টাকা সহ জিনিষ৷ সংবাদ সূত্রে খবর গত কাল রাত্র অনুমান ৮ টায় মন্দিরের তালাভেঙ্গে চুরি হয় টাকা ও সঙ্গে মন্দিরের কিছু মূল্যবান জিনিষ৷ মন্দিরের আস পাশ বাড়ি ঘরনেই৷ কিছু দূরে বাড়ি ঘর৷ এই সুবাদে ঐ এলাকায় অমূল্য নয়, তার ১৯ বৎসরের ছেলে অভিজৎ নমঃ মন্দিরে চুরি করে৷ সকালে  তালা ভাঙ্গাদেখে আসপাশের লোকজন সড় হন৷ খোজ খবর নিয়ে৷ সন্দেজনক ভাবে তাকে জিজ্ঞাসা করেন৷ কারন বিগত দিনে সে আর একটি ছোট ছোট চুরির ঘটনা ঘটিয়েছে৷ যার ফলে তাকে সন্দেহ করা হয় এলাকাবাসির পক্ষে৷  বিষয়টি মোখিক ভাবে ইরানির থানায় জানানু হলে পুলিশ অভিজিৎ নমকে গ্রেপ্তার করে৷ পুলিশ সহ এলাকাবাসি ঐ যোবকটিকে মার পিট করবে বলে হুমকি দিলে চোরির বিষটি শিকার করে এবং সে অবস্থায় টাকা ও জিনিষ পত্র ছিল তার বের করেছে৷ টাকা ও নিষ গোপন করার সময় পায়নি এর আগে তাকে আটক করা হয়৷ কৈলাসহরে পুলিশের নাকের ডগায় গতবছর কালিবাড়ি চুরি হয়৷ আজ চৌদ্দদেবতায় মন্দির চোরি হয়৷ ধর্মীয় স্থানে এই ভাবে চুরির ঘটনায় আতঙ্গিত কৈলাসহর বাসি৷ আর কিছু দিন পর চৌদ্দদেবতায় মন্দিরে মেলা৷ সেখানে রাজ্যে বহিঃরাজ্যে থেকে হাজার হাজার মানুষ মেলায় অংশ গ্রহন করবে৷ আর এই মেলায় কয়েকদিন আগে চুরি জনিত ঘটনায় মন্দিরে নিরাপত্ত কটুর রাখার দাবি এলাকায় কয়েকজন বাসিন্দার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *