BRAKING NEWS

মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তারের দাবিতে ডিজিপি-কে স্মারক বিজেপির

BJP DEPUTATIONনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি ৷৷ সি পি আই (এম)-এর প্রাক্তন এম এল এ মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তারের দাবিতে সদর এসপি-র মাধ্যমে ডি জি পি -র নিকট বিজেপির সদর জেলা কমিটির উদ্যোগে এক ডেপুটশন দেওয়া হয় ০৪-০১-২০১৬ইং বিকাল ৩ ঘটিকায়৷ উক্ত মিছিলের পুরোভাবে ছিলেন রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত মহাশয়৷
এব্যাপারে সদর জেলা সভাপতি মানিক দাস বলেন এম এল এ মনোরঞ্জন আচার্য্য তার নিজ পার্টি অফিসে ৮ বছরের শিশু কন্যাকে যেভাবে শ্লীলতাহানী ঘটিয়েছে তা সভ্য সমাজের পক্ষে অত্যন্ত ভয়ানক ব্যপার৷ [vsw id=”jYWGv_-Bv0U” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তার পরও সি পি আই (এম) দল তার বিধায়ক পদ খারিচ করে দায়িত্ব খালাশ হয়ে যায়, কিন্তু তাকে গ্রেপ্তার বা শাস্তির কোন প্রকার ব্যবস্থা নেয় নি৷ এব্যাপারে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আমরা বিজেপির সদর জেলার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করব৷ মিছিল শেষে ডিজিপি-র দপ্তরের সামনে এক জমায়েতে বিজেপি রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত ভাষণ প্রদান করেন৷ ভাষণে তিনি বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে নারী নির্যাতন-ধর্ষন-খুন প্রভৃতি চলছে তার জন্য উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন বামফ্রন্ট সরকার নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা৷ গ্রহন না করায় এই নির্যাতন উত্তোলত্তর বেড়েই চলছে৷
এসপি সমিপে ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে ছিলেন – সদর জেলা সভাপতি মানিক দাস, বিদ্যুৎ ঘোষ সুভাস চন্দ্র সরকার, নীলিমা ঘোষ, সোনালি দে চৌধুরী, কমল দে, কেশব দেবনাথ প্রমুখ৷
সি পি আই (এম)-এর প্রাক্তন এম এল এ মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তারের দাবিতে সদর এসপি-র মাধ্যমে ডি জি পি -র নিকট বিজেপির সদর জেলা কমিটির উদ্যোগে এক ডেপুটেশন দেওয়া হয় ০৪-০১-২০১৬ইং বিকাল ৩ ঘটিকায়৷এব্যাপারে সদর জেলা সভাপতি মানিক দাস বলেন এম এল এ মনোরঞ্জন আচার্য্য তার নিজ পার্টি অফিসে ৮ বছরের এক শিশু কন্যাকে যেভাবে শ্লীলতাহানী ঘটিয়েছে তা সভ্য সমাজের পক্ষে অত্যন্ত ভয়ানক ব্যাপার৷ তার পরও সি পি আই (এম) দল তার বিধায়ক পদ খারিচ করে দায়িত্ব থালাশ হয়ে যায়, কিন্তু তাকে গ্রেপ্তার বা শাস্তির কোন প্রকার ব্যবস্থা নেয় নি৷ এব্যাপারে আগামী ৭২ ঘন্টায় মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আমরা বিজেপির সদর জেলার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *