নিজস্ব প্রতিনিধি,চড়িলাম, ২৫জুন৷৷ শুক্রবার সাত সকালে চড়িলাম রাজীব কলোনি এলাকায় ২ মাস ১৫ দিনের এক শিশু কন্যা সন্তানের মৃত্যু হয়৷ রাজীব কলোনি এলাকার বাসিন্দা বিশ্বজীৎ দেবমাথের স্ত্রী মালতি সুত্রধর প্রতিদিন এর মতো শিশুটিকে মাতৃদুগ্দ পান করায় আনুমানিক ভোর তিনটায়৷কিছুক্ষন পর আবার কান্না করছে শিশুটি৷ঠিক এমন সময় শিশুটির মা পুনরায় দুধ খাইয়ে শিশুটিকে ঘুম পারায়৷
সকালে ঘুম থেকে ওটে দেখতে পায় শিশুটি আর নরছে না৷তখনই মা মালতি কান্নায় ভেঙ্গে পড়েন৷তার চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে সঙ্গে সঙ্গে খবর দেয় আশাকর্মি বাবলি ঘোষকে৷শিশুটিকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান৷ গোটা হাসপাতাল চত্বর শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন৷এই ঘটনায় গোটা রাজীব কলোনি এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

