সাব্রুম-আগরতলা রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.)৷৷ বাংলা নতুন বছরের প্রথম দিনে রেলে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শংকর ত্রিপুরা(২৫) এবং মনক্রই ত্রিপুরা(২৯) রেলে কাটা পরে মারা গেছেন৷ ঘটনার খবর পেয়ে আজ স্থানীয় বিধায়ক প্রভাত চৌধুরী তাদের বাড়ি গিয়েছেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷


প্রভাত বাবু বলেন, চৈত্র সংক্রান্তি থেকে বাবা গড়িয়া-র উতব শুরু হয় আজ তার সমাপ্তি হয়েছে৷ এই উপলক্ষ্যে জনজাতি অংশের বাবা গড়িয়া-র ভক্ত-রা মানুষের বাড়ি বাড়ি যান৷ তেমনি ৫০-৬০ জনের একটি দল চৈত্র সংক্রান্তি থেকে উতব উপলক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন৷ ওই দল-এ শংকর ও মনক্রই ছিলেন৷ তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ফেরার সময় গার্দাং এডিসি ভিলেজ-র হাওয়াইবাড়ি এলাকায় রেল লাইনে ওই দুই যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রেলে কাটা পরে তাদের মৃত্যু হয়েছে৷ পুলিশের বক্তব্য, সম্ভবত রাত ৮টায় সাব্রুম-আগরতলা ট্রেনের নীচে কাটা পড়েছেন ওই দুই যুবক৷ ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় জনগণ রেল লাইনে মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন৷


ওই খবর পেয়ে স্থানীয় বিধায়ক প্রভাত চৌধুরী হাওয়াইবাড়ি এলাকায় শংকর ত্রিপুরা এবং উত্তর ভুরাতলি এলাকায় মনক্রই ত্রিপুরার বাড়িতে গেছেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷