উজ্জ্বলা যোজনায় তিনটি সিলিণ্ডার বিনামূল্যে, গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আইওসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের মোকাবিলায় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সমস্ত উজ্জলা গ্রাহকদের এপ্রিল, ২০২০ থেকে জন, ২০২০ এর মধ্যে প্রতি মাসে একটি করে মোট তিনটি রান্নার গ্যাস সিলিণ্ডার বিনামূল্যে দেওয়া হবে৷ এই যোজনা অনুযায়ী প্রথম সিলিণ্ডারের অগ্রিম মূল্য সকল উজ্জলা গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে ডিবিটির মাধ্যমে প্রদান করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ একটি গ্যাস সিলিণ্ডারের মূল্য বাবদ অগ্রিম অর্থ প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট গ্রাহক তাঁর সিলিণ্ডার প্রাপ্তির জন্য এস এম এস বা এজেন্সিতে রক্ষিত ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে বুকিং করে তার জন্য নির্ধারিত গ্যাস সিলিণ্ডারটি সংগ্রহ করবেন৷


যদি কোন উজ্জলা গ্রাহকের (মহিলা) ব্যাঙ্ক একাউন্ট এবং মোবাইল নম্বর সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে আপডেট করা না থাকে তাহলে তাদের অতিস্বত্বর সংশ্লিষ্ট মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক একাউন্ট নম্বর নিজ নিজ এজেন্সিতে গিয়ে আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে৷ অন্যথায় তারা এই নতুন স্কিমের সুুবিধা থেকে বি’ত থাকবেন৷ একটি গ্যাস সিলিণ্ডার সংগ্রহের নূ্যনতম ১৫দিন পরে একজন গ্রাহক ইচ্ছা করলে তার দ্বিতীয় সিলিণ্ডারটি নিতে পারবেন৷ এই সম্পর্কে বিশদে জানার জন্য রাজ্যের সকল উজ্জলা গ্রাহকদের তাদের নিজ নিজ গ্যাস এজেন্সির সাথে ফোনের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে৷


এদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিতে আগেই গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ইন্ডিয়ান অয়েল কপর্োরেশন (আইওসি)৷ শনিবারের মধ্যে ৩.৭ কোটি রান্নার গ্যাস গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠান হচ্ছে ২৭৮০ কোটি টাকা৷ তার ফলে সরকারের ঘোষণা মত ওই গ্রাহকেরা তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবে৷ এছাড়া যাতে নিরবিচ্ছিন্নভাবে রান্নার গ্যাসের সরবরাহ গ্রাহকদের কাছে থাকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপ্রিল-মে মাসে ৫০ শতাংশ বেশি এলপিজি আমদানি করা হবে৷


করোনা ভাইরাস অতি মহামারীর কারণে গ্রাহকদের মধ্যে এই গ্যাসের অতিরিক্ত চাহিদা হবে বলে আশা করা হচ্ছে৷ সরকার ঘোষণা করেছে এপ্রিল মে ও জুন মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে৷ এই প্রকল্পের যখন কোন সিলিন্ডার ডেলিভারি করা হবে তখন কিন্তু ওই গ্রাহককে সিলিন্ডারের পুরো বাজার দর ডেলিভারি বয়কে দিয়ে দিতে হবে৷এইজন্য ওই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম ভর্তুকির টাকা জমা করে দেওয়ায় ব্যবস্থা করা হচ্ছে৷


সেইসঙ্গে যাতে নিরবিচ্ছিন্নভাবে রান্নার গ্যাসের সরবরাহ গ্রাহকদের কাছে থাকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপ্রিল-মে মাসে ৫০ শতাংশ বেশি এলপিজি আমদানি করা হবে৷ এর জন্য ইন্ডিয়ান অয়েল যা দেশের সর্ববৃহৎ রিফাইনার এবং ফুয়েল রিটেলার বেশ কিছু পদক্ষেপ করেছে এলপিজি উৎপাদন বাড়ানোর জন্য৷পাশাপাশি চাহিদার কথা মাথায় রেখে এপ্রিল-মে মাসে ৫০ শতাংশ এলপিজি আমদানি করার কথা ভাবা হয়েছে৷ এরজন্য আইওসির বটলিং প্লান্ট বেশি সময় কাজ করছে৷ চাহিদার কথা মাথায় রেখে নাইট শিফটে এবং ছুটির দিনেও কাজ হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *