নির্মাণ কাজে দুর্নীতি, কেন্দ্রের অধীনস্থ সংস্থার বিরুদ্ধে সিবিআই চাইলেন পুর্তমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর ৷৷ দুর্ণীতির প্রশ্ণে কামান নিয়ে প্রস্তুত রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থা হিন্দুস্তান স্টিলওয়ার্কস কন্ট্রাক্সন লিমিটেড’র (এইচএসসিএল) বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পুর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ রাজ্য সফর কালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গৌড়ার সাথে বৈঠকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত নির্র্মন কাজে দুর্ণীতির অভিযোগ এনে এই দাবি করেছেন রাজ্যের পুর্তমন্ত্রী৷ সোমবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান শ্রী চৌধুরী৷
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় রাস্তা নির্র্মণের বরাত পেয়েছে কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থা এইচএসসিএল৷ এদিন পুর্তমন্ত্রী জানান, রাস্তা নির্র্মণে এইচএসসিএলএর কাজকর্মে বিশেষজ্ঞরা খুবই অষন্তুষ্ট হয়েছেন৷ এইচএসসিএল রাস্তা নির্র্মণে নিম্ন মানের কাজ করেছেন বলে অভিযোগ এনেছেন পুর্তমন্ত্রী৷ তাঁর কথায়, এইচএসসিএল’র কাজ খুবই নিম্নমানের৷ এবিষয়ে তাঁদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে৷ অধিকতর সময় তারা সাড়া দেয়নি৷ ফলে, কিছু কিছু স্থানে রাজ্য সরকার নিজ অর্থ ব্যয় করে রাস্তা সংস্কার করতে হয়েছে৷
তিনি আরো জানান, তেলিয়ামুড়া মহকুমায় এবং গোমতী, ধলাই ও ঊনকোটি জেলায় মহকুমা হাসপাতাল নির্র্মণেরও দায়িত্ব পেয়েছিল এইচএসসিএল৷ কিন্তু, তারা হাসপাতালের সমতুল্য ভবন নির্র্মণের বদলে দুই তারা বিশিষ্ট হোটেল গড়ে দিয়েছিল৷ রাজ্য সরকারকে অতিরিক্ত চার থেকে পাঁচ কোটি টাকা খরচ করে ঐ বাড়ি গুলি হাসপাতালের যোগ্য করে তুলতে হচ্ছে৷
পুর্তমন্ত্রী জানান, সম্প্রতি রাজ্যে সফর করেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া৷ তাঁর সাথে বৈঠকে এই সমস্ত বিষয় তুলে ধরে এইচএসসিএল’র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে৷ এছাড়া, আগরতলা বিমানবন্দরকে আন্তর্র্জতিক বিমানবন্দরে উন্নিতকরণ, গর্জি পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারণ, আগরতলা আখাউড়া রেল প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন এবং সাব্রুম পর্যন্ত রেল যোগাযোগের কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী গৌড়ার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *