উদয়পুরে ও মরাছড়ায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উদয়পুরের ২ নং ফুলকুমারীতে৷ মৃত শ্রমিকের নাম অনুপ যাদব (৪৫)৷ তার বাড়ি ঝাড়খন্ডে৷ এদিন সকালে জনৈক মহিলা প্রথম মৃতদেহটি দেখতে পান৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷
জানা গিয়েছে অনুপ যাদব প্রায় পনের বছর ধরে ২ নং ফুলকুমারী এলাকায় একটি ইটভাট্টায় শ্রমিক হিসেবে কাজ করতো৷ সে বিয়েও করেছে৷ লেম্বুছড়ার এক যুবতীকে বিয়ে করেছিল৷ তাদের দুটি সন্তানও রয়েছে৷ এদিকে ইট ভাট্টাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে অনুপ৷ তাই ঐ ইটভাট্টার পাশেই একটি বাড়িতে ভাড়া থেকে যখন যে কাজ পায় তাই করে৷ এদিকে, স্ত্রী দুই সন্তানকে নিয়ে লেম্বুছড়ায় চলে যায়৷ গত কিছুদিন যাবৎ অনুপের শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না৷ তারই মধ্যে এদিন ইটভাট্টা সংলগ্ণ এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এনিয়ে জল্পনা চলছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না৷ এটি কি হত্যা না আত্মহত্যা অনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠছে৷ তবে, ঐ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, ধলাই জেলার কমলপুর থানার অধীন মরাছড়ার আম্প্রু বাজারের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের নাম মঙ্গল দেববর্মা (৩২)৷ রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নিহতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড৷ এসম্পর্কে তিনজনের নাম ধাম পুলিশকে দেওয়া হয়েছে৷ এরা হল বিজয় বাচি, সঞ্জিত বাচি এবং মুন্না বাচি৷ পুলিশ বিজয় বাচিকে গ্রেপ্তার করেছে৷ অন্যরা পলাতক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *